অনলাইন ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। বুধবার রাতে নিজের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন রব্বানী নিজেই।
গোলাম রব্বানী কভিড পরীক্ষার একটি কাগজের ছবি প্রকাশ করে বলেন, ‘করোনা দুর্যোগের প্রথম ধাপে মানবিক সহায়তা নিয়ে দেশজুড়ে লাখো মানুষের সংস্পর্শে গিয়েও আল্লাহর অশেষ রহমতে সুস্থ ছিলাম। ২য় ধাপে এসে বিধিবাম, (সিরিয়াল নং- ০৭)।’
সকলকে সতর্ক করে ছাত্রলীগের সাবেক এই নেতা ফেসবুকে লিখেছেন, ‘সবাই দোয়া করবেন এবং পূর্বের তুলনায় আরো বেশি সতর্ক থাকবেন। মাস্ক ছাড়া ভুলেও বের হবেন নাহ। আক্রান্তের সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে! আল্লাহ সহায়।’
ভক্ত ও অনুসারী রব্বানীর সুস্থতা কামনা করেছেন। ফেসবুকে লিখেছেন একজন, ‘বিশ্ব মহামারীতে আপনি সাধারণ মানুষের পাশে সবসময় ছিলেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দ্রুত আবার সাধারণ মানুষের পাশে ফিরিয়ে দিবে ভাই।’
টানা তিন দিন ধরে দেশে করোনায় সংক্রমিত ৫ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। বুধবারেও করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জন। আর সর্বশেষ হিসেবের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে ।
গত সাত মাসের মধ্যে করোনায় একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগে গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত মঙ্গলবারও দেশে করোনায় সংক্রমিত হয়ে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।