গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের শাহীবাজারে একটি ঘরের ডাবের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসাদ হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র।
সোমবার (৮আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আসাদ হোসেন উপজেলার শাহীবাজার এলাকার ছাইমদ্দিনের ছেলে। তিনি নাটোর এস এস সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মা আসমা বেগম মোবাইল চার্জ দেওয়ার জন্য ছেলেকে সকালে ডাকতে থাকেন। কথার কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখতে পান ছেলে ঘরের ডাবের সঙ্গে ঝুলছে। তাঁর মা গামছা পেঁচিয়ে ফাঁস অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা তাঁর মায়ের চিৎকারে এগিয়ে গিয়ে দেখেন আসাদের মৃত্যু হয়েছে।
আসাদের বাবা ছাইমদ্দিন বলেন, কী কারণে আসাদ গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারছিনা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুল মতিন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।