রাজশাহী প্রতিনিধি:
গভীর শ্রদ্ধায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় মহানগর আওয়ামীলীগ কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পন করেন। পরে তার নগরীতে শোক র্যালী করেন। সকাল দশটায় রাজশাহী কলেজে জেলা আওয়ামীলীগ ও নগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি।এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ বঙ্গবন্ধু হলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।সকাল নয়টায় জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী ও আলোচনা সভা করে। পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শোক র্যালী, রক্তদান কর্মসুচী পালন ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরন করছেন।