নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। মঙ্গলবার (৯ মে) দুপুরে তিনি মোহনপুর উপজেলার গুরুত্ব স্থান সমূহ পরিদর্শন কালে এ পৌরসভায় পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা, সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, মোহনপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকতা-কর্মচারি বৃন্দরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার সার্বিক বিষয়ে খোজ-খবর নেন ও সকলের সাথে কৌশল বিনিময় করে এক সাথে মধ্যাহ্নভোজ করেন।