1. : admin :
  2. cristinamcmaster6222@1secmail.com : renetrotter53 :
কুষ্টিয়ায় টোলপ্লাজায় ছাত্রলীগের তুলকালাম কান্ড - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘সামনের দিনগুলো সুখকর হবে না’রাশেদ খান মেনন বিএনপি নির্বাচনে এলে ভোট পেছাতে রাজি আছে ইসি বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা কোন বিভেদ থাকবে না, নৌকা প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক,বঙ্গবন্ধু কণ্যার প্রতীক: আসাদ রাজশাহীতে ৩৮ জনের মনোনয়নপত্র উত্তোলন  উন্নয়ন কার্যক্রম বিষয়ে রাসিক মেয়রের সাথে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় রাজশাহী-৫ আসনে এমপি ডা. মনসুর ও দারা সহ ৬ জনের মনোনয়ন ফরম সংগ্রহ  দুর্গাপুরে বিদেশী পিস্তল সহ যুবক আটক পলাতক -৪ নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের খরামুক্ত ও পানি ব্যবস্থাপনার সুশাসন দাবি দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্নহত্যা, লাশ দেখতে এসে প্রতিবেশী নারীর স্টোকে মৃত্যু

N

কুষ্টিয়ায় টোলপ্লাজায় ছাত্রলীগের তুলকালাম কান্ড

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

এবার কুষ্টিয়া মাস-উদ রুমী সেতু টোলপ্লাজায় ছাত্রলীগ কর্মীরা তুলকালাম কান্ড ঘটিয়েছে। টোল চাওয়ায় ওই টোল প্লাজায় কর্তব্যরত ৬কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এতে ওই টোল প্লাজার ৬কর্মী আহত হয়েছেন। এঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবী করেছে ছাত্রলীগ। আহতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও পুলিশের দাবী ঘটনা তুচ্ছ তেমন কিছুই ঘটেনি। আর এসংক্রান্ত কয়েকটি সিসিটিভি’র ফুটেজ এ প্রতিবেদকের হাতে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরে জেলা ছাত্রলীগের একটি আলোচনা সভায় অংশ নিতে কুমারখালী থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাছ-উদ রুমী টোল প্লাজায় পৌছলে সেখানে দায়িত্বরত একজন কর্মী একটি মটরসাইকেল থামানোর চেষ্টা করে। এসময় পেছন থেকে আরো ৩০/৪০টি মটরসাইকেল এসে পৌছে ঘটনাস্থলে। তাতে ছাত্রলীগের দুই থেকে ৩জন করে কর্মী ছিলেন মটরসাইকেলে। মটরসাইকেল থেকে নেমেই টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠিসোটা, কিলঘুসিসহ মারধর শুরু করে। অন্য একটি ভিডিও ক্লিপি দেখা গেছে টোলঘরে আদায়করা অর্থ একটি গামলা থেকে তুলে নিচ্ছে একজন। এসময় সেখানে দায়িত্বরত একজনকে পেটানো হচ্ছে।
এবিষয়ে টোলপ্লাজায় দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাইক্রোডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান সকাল ১১টার দিকে একটি মোটসাইকেলে আসা যুবকের কাছ থেকে টোল চাইলে ওই মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর ওপর চড়াও হয় এবং পেছন থেকে ৩০-৪০টি মোটরসাইকেলযোগে আসা যুবক এসে অতর্কিত হামলা চালায় টোল আদায়কারীদের ওপর। এঘটনায় অন্ততপক্ষে ৬টোল আদায়কারী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানায় কিছু টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। শামীম জানান হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।
এবিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান বিষয়টি শুনেছি। তবে আমার কর্মীদের ওপর টোলপ্লাজায় দায়িত্বরত কর্মীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলেও দাবী করেন তিনি।
এবিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান বিষয়টি শুনেছি তাবে ঠুনকো ঘটনা। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST