বাগমারা প্রতিনিধিঃ
কানাডার হ্যালিফক্সে ৬৫ তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) শেষে দেশে ফিরেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
আজ রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন তিনি। গত ২০ আগস্ট থেকে কানাডার হ্যালিফক্সে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) আয়োজিত সম্মেলন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ
করেছিলেন। সুশাসন, গণতন্ত্র এবং মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের
সচিব এক এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব নুরুজ্জামান এবং উপসচিব এনামুল হক।