নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।
শনিবার (৮ জুলাই) দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। ঘোষিত উপ-কমিটির মেয়াদ থাকবে ২০২৫ সাল পর্যন্ত।
নতুন উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হককে। তিনি সাতক্ষীরা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য। এছাড়াও সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদিত উপ-কমিটিতে মোট ৭৯ জনকে এই উপ-কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানকে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংসদ ডা. মনসুর রহমান। পাশাপাশি তাঁর সংসদীয় এলাকার নেতাকর্মীরাও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাংসদ ডা. মনসুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বভার অর্পণ করছেন তা যথাযথ ভাবে পালনে সচেষ্ট থাকবো। এছাড়া আমার সংসদীয় এলাকা পুঠিয়া-দুর্গাপুরবাসীকে সাথে নিয়ে আগামী দিনেও আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।