রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন আজ। যা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা এখনো শুরু হয়নি।
এদিকে সকাল থেকে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন হল থেকে নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থী সাথে একত্রিত হচ্ছে। অনেক নেতাকর্মীি বৃষ্টি উপেক্ষা করেই সম্মেলনের স্থান বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আসতে শুরু করেছে।
সম্মেলন দেরিতে শুরু হওয়ার বিষয়ে বর্তমান কমিটির রাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহম্মেদ বলেন, আমাদের সম্মেলনে সকাল ১০টায় শুরু হওয়ার কতা থাকলেও বৃষ্টির কারনে আমরা এখনো শুরু করতে পারিনি। আমাদের অতিথিরা সবাই ক্যাম্পাসে চলে আসছেন। ১২টার মধ্যেই আমরা সম্মেলন শুরু করতে পারবো।