স্টাফ রিপোর্টার: ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক কাউন্সিলে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র (আইবিডব্লিউএফ) রাজশাহী জেলা সভাপতি নুরুজ্জামান লিটন।
এ সময় নুরুজ্জামান লিটন বলেন, জাতীয় ট্রাস্কফোর্স গঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করে নতুন পুঁজি সরবরাহের মাধ্যমে ব্যবসার গতি ফেরাতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনভেসমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমদ।
আইবিডব্লিউএফ’র সভাপতি ও ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ’র সাবেক সভাপতি অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনবিআর’র সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্যাকচার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম হায়দার।
কাউন্সিল সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ’র জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীম।